আলীকদম ভ্রমণ – কীভাবে আলীকদম আসবেন?

আলীকদম ভ্রমণ – কীভাবে আলীকদম আসবেন?

You are currently viewing আলীকদম ভ্রমণ – কীভাবে আলীকদম আসবেন?

আলীকদম ভ্রমণ

বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, নানা ধরনের পর্যটকের সমাগম আলীকদমে রয়েছে । শুধু তাই নয়, বিদেশী পর্যটকেরাও আলীকদমের এই সৌন্দর্যকে উপভোগের জন্য প্রতিনিয়ত আলীকদম আসছে । তো, আপনি কবে আসছেন?

কীভাবে আলীকদম আসবেন ?

ঢাকা থেকে সরাসরি আলীকদমের বাসে উঠে, সহজেই আলীকদম ভ্রমণ করতে পারবেন । ঢাকা থেকে রাত ১০টার দিকে শ্যামলি ও হানিফ এই দুটি বাস আলীকদমের উদ্দেশ্যে রওনা দেয় । প্রতি টিকিটের মূল্য ১০০০ টাকার মত নিবে ।

এছাড়াও, দেশের যেকোনো প্রান্ত থেকে আলীকদম আসতে চাইলে, আপনাকে কক্সবাজারের বাসে উঠতে হবে । তারপর, চকরিয়া নেমে যেতে হবে । চকরিয়া থেকে আলীকদমের বাসে উঠে, আপনি সহজেই আলীকদম পৌঁছাতে পারবেন । চকরিয়া থেকে আলীকদমের বাসের টিকিট মাত্র ১০০ টাকা । পাহাড়ি রাস্তা বেয়ে, চকরিয়া থেকে আলীকদম পৌঁছাতে সময় লাগবে মাত্র ১ ঘন্টা ৩০ মিনিট । লোকাল বাস আপনাকে আলীকদম বাস টার্মিনাল নামিয়ে দেবে । সেখান থেকে আলীকদমের পর্যটন স্পটে টমটম বা যেকোনো গাড়ি ভাড়া করে যেতে পারবেন ।

এছাড়াও আপনি চাইলে বিমান, রেলের মাধ্যমে আলীকদম আসতে পারেন। তবে, চকরিয়া হলো আলীদকদমের প্রবেশপথ । চকরিয়ার থেকে আলীকদমে আসার একটাই মাধ্যম, সেটা হলো মাতামুহুরি লোকাল বাস সার্ভিস অথবা জীপ সার্ভিস ।

Leave a Reply